স্বামী স্ত্রীর ভালোবাসার গল্প
এই শোননা ও আসলে একসাথে যায় মানে বলতেই আমার বোন তার চোখ গোল গোল করে নিয়েছে সাথে ননদ গুলা দাও তারপর সবাই কিলকিল করে হেসে দেয় আমাকে দেখে।
এ বলে ওরা চলে যেতে যাবে তখনই আমার স্বামী আসলো ।
কি ব্যাপার এতো হাসাহাসি কেন কিসের জন্য সবাই মিলে আমার বউটাকে লজ্জা কেন দিচ্ছো ।
নীল বেড়িয়ে কথাটা বলতে পারো আমার লজ্জা লাগছে সবার সামনে কিভাবে আমার বউ কথাটা সহজে বলে দিতে পারল।
বাব্বাহ ! আচ্ছা ভাইয়া নিন আপনার বউকে আর লজ্জা দিচ্ছে না সে আপনার সাথে ছাড়া যেতে চাইছিল না বাইরে।
ঠিকই তো বলেছে একটামাত্র বল তাকে রেখে কেন যাবে তুমি তো হাফ হাসবেন্ড এর কোনো খোঁজই রাখছো না তাই সে রাখছে । ( স্বামী স্ত্রীর ভালোবাসার গল্প )
ভালোবাসার গল্প 2021
ওদের দুষ্টুমির কথায় নিজেই লজ্জায় পড়তে হচ্ছে ওরা আরো মজা দুষ্টুমি কথা বলতে বলতে সবাই মিলে ব্রেকফাস্ট করতে নিচে গেলাম । শাশুড়ির কাজে হাত লাগাতেন চাইলাম বারণ করল নতুন বউ এগুলো করতে যাবে না সেটা জানিয়ে দিল।
ওই রুমে আছো তো আমার বেরোতে হবে ।
আমি ওর কথাটা বুঝতে পারলাম কিন্তু কিসের জন্য ডাকছে এটা তো সবাই জেনে যাবে তাই আমার যেতে ইচ্ছে করছিল না।
সবাই মিলে আমাকে জিজ্ঞেস করতে লাগলো কিছু খাবি আমি বললাম না যে এখন কিছু খাবিনা তোর একটু পরে মেকআপ আর্টিস্ট চলে আসবে তারপরে তোর আর খাওয়া হবে না। ( স্বামী স্ত্রীর ভালোবাসার গল্প )
তুই দেখলি না তোর দেবদা আমাকে ডাকছে তুমি আমি যে শুনে আসি তারপর খাব।
কি হয়েছে তোর কিছু সমস্যা।
বলছি আমি একটু রুমে যাব।
কেন কোন অসুবিধা আমাকে বল।
না মানে আমি একটু ওয়াশরুমে যাবো । কথাটা মিথ্যা করে বলে দিলাম ।
ওই আচ্ছা চল ইমা আপুকে একটুও রুমে দিয়ে আসো তারপর আমরা গল্প করবো ঠিক আছে।
আমার বোনের কথাই আমার ছোট ননদ আমার সাথে রুম পর্যন্ত এল এ মা চলে যেতেই আমি রুমে আছি দ্রুত আয়নার সামনে চুল ঠিক করছে ফর্মাল গেটআপে রেডি হয়ে গেছে।
কি ব্যাপার তোমার আসতে এত দেরী লাগছে কেন। ( স্বামী স্ত্রীর ভালোবাসার গল্প )