Dainer Prem – Rupkothar Golpo Cartoon 2022

Share this post

Ajker Alochonar Bisoy Hochhe Dainer Prem kotha -Ek Bangla Rupkothar Golpo Cartoon 2022 . Diane ek vobes namer chele dekhe prempore jai . Daine dekhei crush 🥰 ek rupkothar golpo bangla . To bondhura ajker rupkothar golpo bangla cartoon porte thakun . Are amader comment kore janaben ajker bangla cartoon rupkothar golpo by kookootvbengali ti kamon hoyeche .

আপনি যদি ভিডিও দেখতে ইন্টারস্টেট হন তাহলে একটু নিচে গেলে এই গল্পের ভিডিওটি পেয়ে যাবেন ।

তো বন্ধুরা শুরু করা যাক আজকের গল্পটি ।
হঠাৎ একদিন আকাশে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছিল আর প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছিলো । আর একজন ব্যাক্তি যার নাম ছিল ভবেশ ভিজতে ভিজতে নিজের গ্রামের দিকে রওনা দিচ্ছে । এভাবে নিজের গ্রামের দিকে এগোতে লাগল তখন কিছুক্ষণ পরে একটা পিছন থেকে মেয়ের কান্নার আওয়াজ পেল ।
সে বলল দাঁড়াও ভবেশ দাঁড়াও । আমিও তোমার সাথে যাব ।
এই আওয়াজ শুনে ভবেশ একেবারে চমকে যাই তারপর পিছন ঘুরে এদিক ওদিকে তাকাতে থাকে ।
আর পিছনে দিয়ে একটু দূরে একটা টিনের ফাঁকা ঘরের নিচে একটা মেয়ে বসে আছে সে লক্ষ্য করলো । ( Rupkothar golpo cartoon )


কাছে যেয়ে দেখলাম যে একটা ভিকারি । ভিখারিনী ভবেশকে দেখে হাসছিল ।
ভবেশও ওই মেয়েটাকে দেখে মনে মনে ভাবল । আরে ও তো একজন ভিকারি । আমিও এইসব কি ভাবছি শুধু শুধু ‌ ।


আর এইসব ভাবতে থাকলো আবারও সে নিজের বাড়ির দিকে ভিজতে ভিজতে রওনা দিল । কিন্তু এবার আগের থেকে সে আরো জোরে হাঁটতে শুরু করল কেননা আরো জোরে বৃষ্টি শুরু করে দিয়েছ বেশিক্ষন বৃষ্টিতে ভিজলে তাকে ঠান্ডা লেগে যাবে । এবারও সে কিছুতেই যেতে আবারও বিদ্যুৎ চমকানো শুরু করল এবং আবার সেই আওয়াজ শুনতে পাই ।


ভবেশ দাড়াও ভবেশ । আমিও তোমার সঙ্গে যাবো ।
আবারো ভবেশ এই আওয়াজ শুনে একটু দাঁড়িয়ে যখনি পিছনে ঘুরে দাঁড়ায় । তখন একটা চুড়েল ওর সামনে দাঁড়িয়েছিল ।
এটা দেখে ভবেশ একেবারে চমকে উঠে । এবং খুব জোরে জোরে চিল্লাতে থাকে । বাঁচাও বাঁচাও বলে দৌড়াতে থাকে । আরে কি কোথায় আছো আমাকে বাঁচাও আমাকে পেত্নী তারা করেছে । ( Bangla Rupkothar Golpo )


এইভাবে চুড়েল এর ভয়ে ভবেশ চিল্লাতে চিল্লাতে নিজের বাড়ির দিকে রওনা দেয় । সে বাড়ি পৌঁছা এবং প্রচন্ড ভীত থাকে । এ ব্যাপারে সে তার বউকে (মানে রাধিকা) সব কথা খুলে বলে ।
জানো রাধিকা জানো রাস্তায় যেন পেত্নী ঘোরাঘুরি করছে ।


আমি আজ ওকে নিজের চোখে দেখেছি ।
কি বললা তুমি আমাদের গ্রামে কি চুড়েল ঘুরে বেড়াচ্ছে ‌। তাহলে তো আমাদের সবাইকে সাবধান করতে হবে ‌। হ্যাঁ তুমি একেবারে ঠিক কথা বলেছো না হলে কখন কোন যে বিপদ হয়ে যেতে পারে । সেই দিনের পর থেকে অনেক লোক চুড়েল কে দেখতে পাই এবং গ্রামের অনেক ভীত হয়ে থাকে । গ্রামের একজন মহিলা সবজি বিক্রি করতে আসে ।

Rupkothar Golpo Cartoon

rupkothar golpo cartoon

এবং তার সৌন্দর্য দেখে সবাই আশ্চর্য হয়ে যায় । তাদের মধ্যে একজন বলে ।
আরে ও সবজিওয়ালি , তুমি আবার পেত্নী নাও তো ।
আরে আরে আপনি কি বলছেন কি এ সব । আপনার লজ্জা করছে না আমার মতন একটা সুন্দর মেয়েকে এসব কথা বলতে । এত সুন্দর ফরসা জবান মেয়েকে দেখে চুলের মনে হচ্ছে ।


তাদের মধ্যে আরেকজন বলে এই সুন্দর মেয়ে তো পেত্নী হতে পারে না আর তুই এখান থেকে যা বেয়াদব । তুই যা বলছি আমি এর থেকে সবজি কিনতে চাই । ( Bangla Rupkothar Golpo )

এই ভাবেই আমন সবজিবালিকে আটকে দেয় । এবং এর ঝুরির মধ্যে রাখার কিছু সবজি কিনে নেয় । ঝুড়ির মধ্যে অনেক সবজি থাকে কিন্তু সবজিওয়ালি ওকে লাউ কেনার জন্য বলে ।

আপনি এই কাড্ডু নিয়ে নিন সাহেব । এই সবজি খেলে আপনার শরীর আরো ভালো হয়ে যাবে আগের চেয়ে অনেক সুন্দর আর হ্যান্ডসাম হবেন ।
আচ্ছা তাহলে এই ব্যাপার তাহলে আমাকে লাউ দিয়ে দাও ।
আমান ওর থেকে লাও নিয়ে নেয় । এবং নিয়ে যেয়ে নিজের বাড়িতে গিয়ে রেখে দেয় ।


আর এদিকে সবজিওয়ালি চলে যায় ।
কিছুক্ষণ পরে ওর ধরে একজন ভিখারিনী আসে । আমন ওকে কিছু রুটি দিয়ে ওখান থেকে বিদায় দেয় ।
রাত হতে থাকে আমনের মাথায় মৃত্যুভয় নাচতে থাকে । এদিকে লাউটা ধীরে ধীরে বড় হতে থাকে । ধীরে ধীরে একটা চুড়েল এর রূপ নিয়ে নেয় ।
এটা দেখার পর আমন খুব জোরে চিল্লাতে থাকে ।

Rupkothar Golpo Bangla

rupkothargolpo, Rupkothar Golpo Cartoon , bangla fairy cartoon, rupkothar golpo 2022, cuckoo tv bangla cartoon, rupkothar cartoon, rupkothar golpo bangla, bhuter cartoon shakchunni, thumbelina golpo, bengali fairy tales cartoon, koo koo tv bangla cartoon, rupkothar golpo bangla cartoon, bangla cartoon rupkothar golpo
ডাইনির প্রেম


বাঁচাও বাঁচাও কে কোথায় আছো আমার বাড়িতে পেত্নী ঢুকেছে ।
আমান চুড়েল কে দেখে যখনই চিল্লাতে শুরু করে তখনি চুড়েল ঘাড় মটকে রক্ত খেয়ে নেয়। আর ওকে মেরে ফেলে দেয়।
স্পর্শেই চুড়েল চলে যায় ।
এরপর সকালবেলা গ্রামবাসীরা ওর বাড়িতে ওর লাশ পড়ে থাকতে দেখে । কেউ তো কিছু বুঝতে পারছ না ।


তা দেখে গ্রামবাসীরা সভায় আলোচনা করতে থাকে।
ওভাবে ভাই মনে হচ্ছে ওই তরকারিওয়ালা টায় আসল পেত্নী ।
কালকে সন্ধ্যাবেলায় আমনের বাড়িতে এই মহিলাটাকে দেখেছিলাম । আমি ওটা নিজের চোখে দেখেছিলাম।
আরে ভাই তুমি ঠিকই বলছো মনে হয়। আমারও ওর উপরে অনেক সন্দেহ হয়। মনে হয় ঐ পেত্নী হবে ।
আরেকজন বলে কে পেত্নী কে পেত্নী নয় সেটা তো ভগবানই জানে ।
দেখো ভাই এই পেত্নী এর ব্যাপারে কিছু না কিছু একটা তো করতেই হবে আমাদের নয় তো সবারই বিপদ আছে । ( ডাইনির প্রেম )


দিনের পর থেকে গ্রামবাসীরা সাবধানতা অবলম্বন করতে থাকে কেউ একাই বাড়ি থেকে বের হয়না ।
সবজিওয়ালী আর ভিখারিনী উপর নজর রাখতে থাকেন ।
কিন্তু চুড়েল কে কিছুতেই আর থামা যায় না ।
রোজ রাতে কাউকে না কাউকে হত্যা করে দেয় এবং তার রক্ত খেয়ে চলে যায় ।


একদিন ভবেশ এর বউ রাধিকা যখন ক্ষেতের দিকে যাচ্ছিল । তখন ভিখারিনী কে ওই সবজিওয়ালি পাশে বসে গল্প করতে দেখে ‌। দুইজন কাঁচা রাস্তার উপর বসে গল্প করছে ।

কলা খাবে তুমি খুব মিষ্টি গলা ।
তুই তাড়াতাড়ি দে আমি খেয়ে নিই ।
বলতে বলতে ভিখারিনী সবজিওয়ালির কাছ থেকে একটা কলা নেই ।
তখন সবজিওয়ালি হঠাৎ করে পেত্নীর রূপ নেয়।
আর এই ভিখারিনীর গলা ধরে রক্ত খেতে থাকে । ওর লম্বা দাঁত দিয়ে সব রক্ত চুসে নেই । আর ওকে মেরে ফেলে । ( ডাইনির প্রেম )


এই দেখে রাধিকা ভয়ে দৌড়াতে থাকে গ্রামের দিকে । আর জোরে জোরে চিল্লাতে থাকে বাঁচাও বাঁচাও ।
আর বলে সবজি ওয়ালি চুড়েল।
সবজিওয়ালি চুড়েল ।
রাধিকা এই বলতে বলতে দৌড়াতে থাকে আর এই বলতে বলতে আকাশ থেকে রক্তের বৃষ্টি শুরু হতে থাকে । আর ওই সময় চুড়েল রাধিকার সামনে এসে দাঁড়ায় ।

bangla rupkothar golpo

rupkothar golpo, rupkothargolpo, Bangla Rupkothar Golpo, rupkothar golpo 2022, rupkothar golpo rupkothar golpo, rupkothar golpo bangla, golpo rupkothar golpo, new rupkothar golpo, bengali rupkothar golpo,
Bangla Rupkothar golpo


আরে দেখে রাধিকা ভয় হাত পা কাঁপতে থাকে । আর চিল্লাতে থাকে । বাঁচাও বাঁচাও কে কোথায় আছো আমায় বাঁচাও ।
এই চুড়েল আমাকে মেরে ফেলবে।
বাঁচাও বাঁচাও ।
তোকে কে বাঁচাবে আমার হাত থেকে ভবেশ ।
এখন তোকে কেউ বাঁচাবে না আমার হাত থেকে ।


আমি তোকে মেরে তোর রূপ নেব । আর আমি রাধিকা হয়ে ভবেশ এর সঙ্গে সংসার করবো ।
তুমি এটা কেন করছ তোমার কি চাই ?
কারন আমার ভবেশ এর প্রতি প্রেম? আমি ভবেশ কে ভালবেসে ফেলেছি ।
আর যতক্ষণ না আমি ভবেশ কে না পাবো ততক্ষন অন্য দের রক্ত চুষতে থাকবো । ( ডাইনির গল্প প্রেম )


আমি শান্তি পাবো না ততক্ষণ ।
এটা বলে চুড়েল রক্তের বৃষ্টির মধ্যে দিয়ে রাধিকার দিকে এগোতে থাকে ।
এভাবে এগোতে থাকবে আর অপরদিকে ভবেশ ও চলে আসে ।
আর যে না চুড়েল রাধিকার গলার কাছে এসে ধরতে যাবে ভবেশ ওখানে পৌঁছে যায় ।


ওকে দেখে চুড়েল হাসতে থাকে । আর বলে এসে গেছো ভবেশ তুমি । তোমার এই সময়ে আসা উচিত হয়নি ।
হাহাহা তুমি রাধিকাকে মরতে দেখতে পারবে না।

কিন্তু তুমি রাধিকা কে কেন মারতে চাও বলো । কারন আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে পেতে চাই ।
কিন্তু আমিতো রাধিকাকে ভালোবাসি ওকে ছাড়া আমি বাঁচবো না । আর আমি ও কে মরতে দেখতে পারবোনা । আর যদি তুমি মারতে চাও তো আমাকে মারো । কিন্তু ওকে তুমি ছেড়ে দাও ।

rupkothar golpo bangla cartoon


একথা বলা মাত্র তখনই ভবেশ ডাইনির দিকে এগোতে থাকে ।
অপরদিকে ওকে চুড়েল এর দিকে যেতে দেখতে থেকে রাধিকা ভয় পেয়ে যায় এবং পিছন পিছন রাধিকা ভবেশ এর কাছে চলে যায় । আর ওকে বাঁচানোর জন্য ও নিজেও ডাইনির দিকে যেতে থাকে ।
ভাবেশ কে তুমি কিছু করে না চুড়েল । যদি কাউকে মারতে হয় তো তুমি আমাকে মারো ।


না না তুমি ওর কথা শোনো না তুমি আমাকে মারো, ভবেশ বলল । তুমি ওকে ছেড়ে দাও আমাকে মারো ।
ভবেশ ও রাধিকার এই গভীর প্রেম দেখে চুড়েল কি যেন একটা হয়ে যায় । আরো নিজে থেকে ভয় পিছনের দিকে পিছতে থাকে ‌ ।


না না আমি তোমাকে মারতে চাই না আমি তোমাদের দুজনের ভালবাসার কাছে আমি হেরে গেছি । তুমি আমাকে ক্ষমা করে দাও । আমি তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি আর কখনো এই গ্রামে আসবো না ।


এই কথা বলতে বলতে যখনই চুড়েল পিছনের দিকে ফেরত যেতে থাকে তখনই সেই সময় আকাশ থেকে চুলের উপরে একটুকরো বিদ্যুত এসে পড়ে ।
চুড়েল সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় । ভবেশ আর রাধিকার সামনে দেখতে দেখতে মারা যায় ।


আর এদিকে তার সাথে রক্তের বৃষ্টিও বন্ধ হয়ে যায় ।
ভবেশ ও রাধিকা প্রাকৃতিক এই চমৎকার দেখে অবাক হয়ে যায় ।

To bondhura ajker golpo ekhane dainer prem bangla rupkothar golpo cartoon sesh korlam . Amader ajker bangla rupkothar golpo ti kamon legeche obisoy niche comment kore janaben .


Share this post

1 thought on “Dainer Prem – Rupkothar Golpo Cartoon 2022”

Leave a Comment

x